আগরতলা, ৭মে ২০২৩: কেরালার আল্লাপফুজায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে বড় ধরনের সাফল্য পেলেন আগরতলার অমরদীপ দেববর্মা। দেশের হয়ে চারটি সোনা জিতলেন তিনি। তার এই সাফল্য আসে মাস্টার থ্রি ১২০কেজি বিভাগে। বেঞ্চ প্রেস, ডেড লিফট ও ব্যাক স্কোয়াডের পাশাপাশি সার্বিক বিভাগে স্বর্ণপদক অর্জন করেন তিনি। একই প্রতিযোগিতায় রাজ্যের অপর পাওয়ার লিফ্টার অমর কুমার ঘোষ ১টি সোনা সহ মোট চারটি পদক জয়ী হয়েছেন। তাদের এই সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়াপ্রেমী রাজ্যবাসী।
সাধারণ মানুষ এই কারণেই বেশি খুশি, তিনি ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় একটি ভর্তার দোকান দেন।
0 মন্তব্যসমূহ