Advertisement

Responsive Advertisement

প্রদেশ বিজেপির পাঠানো ত্রাণ রওনা দিল মনিপুরের উদ্দেশ্যে

আগরতলা, ১৭ মে: জাতিগত সংঘর্ষের ঘটনায় সাম্প্রতিক কাল অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় প্রতিবেশী রাজ্য মনিপুরে। যার পরিপ্রেক্ষিতে সে রাজ্যের বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হন শিবিরে। তাদের জন্য সহযোগিতা করতে মনিপুর সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। বিভিন্ন এলাকায় যে সকল শিবির রয়েছে, এই শিবির গুলিতে অবস্থানরত মানুষের সাহায্যার্থে ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে ত্রান পাঠানো হয়। বুধবার রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে ত্রান বুঝাই একটি ট্রাককে যাত্রা করানো হলো মনিপুরের উদ্দেশ্যে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সবুজ পতাকা নেড়ে ফ্ল্যাগ অফ করেন এই ট্রাকের। এদিনের এই কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, সংঘর্ষের কারণে সে রাজ্যের বহু মানুষ বাড়িঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে তাদের ত্রাণের প্রয়োজন পড়ে। তাই প্রদেশ বিজেপির তরফে এ সকল মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে রাজ্য থেকে চাল, তেল, খাবার দাবার মশলা জরুরী প্রয়োজনীয় সামগ্রী সহ কাপড় পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে একটি ট্রাকে করে এই সামগ্রীগুলো পাঠানো হচ্ছে। যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তারপরও যদি প্রয়োজন হয় তাহলে আরো সামগ্রী পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার, কর্পোরেট অদিতি ভট্টাচার্য দাশগুপ্ত, যুব মোর্চার সভাপতি এবং শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিকসহ অন্যান্য নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ