আগরতলা, ২৩ মে : রাজ্য সরকারের ন্যায্য মূল্য দোকান পরিচালন কমিটির উদ্যোগে হরিগঙ্গা রোড স্থিত তাদের নিজস্ব কার্যালয়ের কক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং কাউন্সিলর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন কোন মানুষ যদি তার জীবনের সবচেয়ে বড় কর্ম কিংবা মানব ধর্ম পালন করে থাকেন তাহলে সেটা আজকের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে করেছেন কেননা রক্তদানের কোন বিকল্প নেই তাছাড়া যে মানুষ রক্ত দিচ্ছেন কিংবা যে মানুষ গ্রহণ করছেন ওরা এই বিষয়ে অজ্ঞাত যে এটা কোন ধর্ম কিংবা বর্ণ থেকে এসেছে কেননা সমাজের সমস্ত ধর্ম-বর্ণ ভেদাভেদ বিচ্ছেদ করে দেয় এই একমাত্র রক্ত তাই রক্তদান কে মহৎ দান হিসাবে বিবেচনা করা হয় বলে জানান তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।
0 মন্তব্যসমূহ