Advertisement

Responsive Advertisement

নিয়মিত টীকাকরণ -এ রাজ্যের সাফল্যের স্বীকৃতিতে খুশি সকলে

আগরতলা, ২২মে : স্বাস্থ্য ক্ষেত্রের সাফল্যের মানচিত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ত্রিপুরা। ইমিউনাইজেশন টেকলিক্যাল সাপোর্ট ইউনিট এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে (জানুয়ারি-মার্চ ২০২৩) স্থান পেয়েছে রাজ্য। দক্ষিণ জেলার দক্ষিণী টাউন হলে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা রাজ্য ভিত্তি সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান- ৪.০- এর শুভ সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে নিয়মিত টীকাকরণের উপর যে ফ্লিপচার্ট-র আবরণ উন্মোচন হয়েছিল সেই তথ্য এই বুলেটিনে প্রকাশিত হয়েছে। রাজ্য স্বাস্থ্য মিশনের তৈরী এই নিয়মিত টাকাকরনের ফ্লিপ চার্ট স্বাস্থ্য সম্বন্ধীত প্রচার পুস্তিকা যা সামাজিক এবং ব্যক্তিগত আচরণ পরিবর্তনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হবে। এই ফ্রিপচার্ট টি তৈরীতে সাহায্য করেছে ইউ এন আই সিইএফ।
২০ মার্চ, ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হয় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযান- ৪০ কর্মসূচী। যেখানে ১০ বছর বয়সের ছেলেমেয়েদের টি ডি-১০ টাকা (টিটেনাস ও ডিপথেরি কটিন ডোজ) এবং ১০ বছর বয়সের কিশোর-কিশোরীদের টিভি-১৬ টাকা (টিটেনাস ও ডিপথেরিয়া টাকার রুটিন চোল) ও হয়। ইমিউনাইজেশন টেকনিক্যাল সাপোর্ট ইউনিট এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে (জানুয়ারি-মার্চ ২০২৩) টি ডি-১০ এবং টিভি-১৬ টাকা প্রদান কর্মসূচীও স্থান পেয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ