Advertisement

Responsive Advertisement

খাবারে বিষক্রিয়া থেকে কৈলাসহরে ৩০ জন বিএসএফ অসুস্থ

আগরতলা, ৩১ মে : মেসের খাবার খেয়ে বি.এস.এফ ক্যাম্পের প্রায় সব জওয়ান একসাথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনা কৈলাসহরের লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত বি.এস.এফ ক্যাম্পে। এই ঘটনায় বি.এস.এফের উচ্চ পদস্থ আধিকারিক সহ স্থানীয় প্রশাসনসহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে তীব্র দৌড়ঝাঁপ শুরু হয়েছে। উল্লেখ্য, ৩০মে মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পর থেকে লাটিয়াপুড়া ১৯৯নম্বর ব্যাটেলিয়ন বি.এস.এফ ক্যাম্পে প্রায় ৩০ জন বি.এস.এফ জওয়ান অসুস্থ হয়ে পড়ে। বুধবার ভোর ৫টা থেকে জওয়ানরা কৈলাসহরের আর.জি.এম হাসপাতালে ভর্তি হতে থাকে। বর্তমানে আর.জি.এম হাসপাতালে ১৬জন ও ঊনকোটি জেলা হাসপাতালে ৫জন জওয়ান চিকিৎসাধীন। ক্যাম্পের বাকী জওয়ানরা চিকিৎসার পর ক্যাম্পে ফিরে গেছেন। অসুস্থ প্রত্যেক বি.এস.এফ জওয়ানের ম্যালেরিয়া এবং টাইফয়েড পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুজনের শরীরে টাইফয়েড পজিটিভ পাওয়া গিয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক চিকিৎসক ড: শঙ্খ শুভ্র দেবনাথ জানান যে, বুধবার ভোরবেলা থেকে পেট ব্যথা, মাথাব্যথা নিয়ে বি.এস.এফ জওয়ানরা হাসপাতালে আসে। খাদ্যের বিষক্রিয়ার কারণে এরকম হয়েছে। ঘটনার খবর পেয়ে ফুড সেফটি অফিসারসহ অন্যান্য আধিকারিকরা বি.এস.এফ ক্যাম্পে গিয়ে নমুনা সংগ্রহ করে আনেন। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক জানান, বর্তমানে প্রত্যেকেই স্থিতিশীল রয়েছেন। জানা গেছে, লাটিয়াপুড়া ক্যাম্পে শতাধিক জওয়ান থাকে। তারমধ্যে এত বিশাল সংখ্যায় জওয়ান একসাথে অসুস্থ হওয়ায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। আর.জি.এম হাসপাতালে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ড: শংখ শুভ্র দেবনাথ জানান অসুস্থ জোয়ানদের অবস্থা স্থিতিশীল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ