Advertisement

Responsive Advertisement

কমলপুর মৎস্য মহকুমায় জলাশয়ের জল ও মাটি পরীক্ষা কেন্দ্র চালু


আগরতলা, ৪ মে ২০২৩: কমলপুর মৎস্য মহকুমার দুর্গাচৌমুহনি ও সালেমা ব্লকে মৎস্য চাষে ব্যবহৃত বিভিন্ন জলাশয়ের জল ও মাটি পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। সম্প্রতি ধলাই জেলা সফরে এসে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করতে জলাশয়গুলিকে অধিক উৎপাদনশীল করার উপর গুরুত্ব আরোপ করেছেন। এই লক্ষ্যেই মৎস্য দপ্তর থেকে কমলপুর মৎস্য মহকুমায় মৎস্য চাষে ব্যবহৃত জলাশয়গুলির জল ও মাটি পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত মৎস্য মহকুমার সালেমা ও দুর্গাচৌমুহনি ব্লকে ১০৮ জন মৎস্যচাষী তাদের জলাশয়ের জল ও মাটি পরীক্ষার জন্য জমা দিয়েছেন। জলাশয়গুলির জল ও মাটি পরীক্ষা করে বিজ্ঞানসম্মতভাবে মৎস্য চাষের উদ্যোগ নেওয়া হবে। মস আধিকারিক অপু দাস ও বিমল দেববর্মা জানান, আগামীদিনে মৎস্য মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজকে কেন্দ্র করে জল ও মাটি পরীক্ষা করার শিবির অনুষ্ঠিত হবে। তাছাড়াও আভাঙ্গাস্থিত মৎসা তত্ত্বাবধায়কের কার্যালয়ের পরীক্ষাগারেও সরাসরি জল ও মাটির নমুনা পরীক্ষার জন্য জমা দেওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ