আগরতলা, ১৭ মে : বিশ্বের অন্যতম সুস্বাদু ত্রিপুরার কুইন আনারসের জিআই ট্যাগ ও আনুষ্ঠানিক মেগা উন্মোচন ও প্রদর্শনীর আয়োজন করা হবে দিল্লি হাটে। মহাসমারোহ পূর্ণ এই অনুষ্ঠানে এই সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী অনুরাগ সিং তোমর এবং রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সেই সঙ্গে আনারসের ক্রেতা -বিক্রেতা বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজ্যের কুইন আনারসকে দেশ-বিদেশে জনপ্রিয় করে তোলার জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর হাত ধরে দিল্লি হাটে আজ কুইন আনারস প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই রসালো ফলটি দিল্লীর হাটে বিক্রয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ।
বুধবার আগরতলায় তিনি সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্যে কুইন ও কিউ দুই ধরণের আনারসের ফলন হয়। এর মধ্যে কুইন এতটাই সুস্বাদু আনারস যার চাহিদা রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে। এই ফল দেশে একমাত্র এরাজ্যে উৎপাদন হয়। তার দাবি, দেশে এই সুস্বাদু আনারসে চাহিদা অনেক। এই আনারসটি চাষ করে কৃষকরা আরও বেশি মূল্য পায় তার লক্ষ্যে দিল্লির হাটে আয়োজিত মেলায় কুইন আনারস বিক্রির উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর হাত ধরে সূচনা হবে আনারস কর্মশালা।
সেই সাথে তিনি বলেন, ইতিমধ্যে রাজ্য থেকে আনারস এবং একটি প্রতিনিধি দল দিল্লি চলে গেছেন। কুইন আনারস দেশের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য এবং পাশাপাশি ফলন বৃদ্ধি করতে প্রয়াস করা হচ্ছে বলে জানান তিনি। বুধবার বিকেলেই কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথসহ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের অধিকর্তা ডঃ ফনি ভূষণ জমাতিয়া, দুই ডেপুটি ডিরেক্টর যথাক্রমে ডঃ রাজীব ঘোষ এবং ডঃ দীপক বৈদ্য দিল্লি চলে যান।
0 মন্তব্যসমূহ