আগরতলা, ১৮ মে : প্রতি বছরের মতো এবছরও ১৮ মে বৃহস্পতিবার দিনটিকে বিশ্ব জাদুঘর দিবস হিসেবে পালন করা হচ্ছে। অন্যান্য জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যেও এই দিনটি পালন করা হয়। রাজধানী আগরতলায় রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড় জাদুঘর তথা মিউজিয়াম উজ্জয়ন্ত প্রাসাদ। এই বিশেষ দিবস উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদ মিউজিয়াম কর্তৃপক্ষ নতুন এবং অভিনব একটি পদক্ষেপ গ্রহণ করে ছিল। মিউজিয়ামের রেক্টর শম্পা মিধ্য জানান এদিন উজ্জয়ন্ত প্রাসাদ দেখতে আসা মহিলা দর্শকদের কাছ থেকে কোন ধরনের টিকিট মূল্য রাখা হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে মিউজিয়াম ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানী আগরতলার যে সকল অনাথ আশ্রম রয়েছে এই অনাথ আশ্রম গুলির আবাসিকদের ঘুরিয়ে দেখানো হচ্ছে মিউজিয়াম। তিনি আরো বলেন রাজ্য সরকারের পর্যটন দপ্তরের অধীনে রয়েছে মিউজিয়াম গুলি। এগুলির কাজ শুধু অর্থ সংগ্রহ করাই নয়। সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে যাথে ইতিহাস শিল্পকলা ইত্যাদি তুলে ধরা যায় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যটন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা সশক্তি করনের বিষয়টিকে মাথায় রেখে মহিলাদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। অপরদিকে অনাথ আশ্রমের আবাসিকরাও যাতে মিউজিয়াম দেখতে পারে তাই তাদেরকে নিয়ে এসে ঘুরিয়ে দেখানো হয়েছে। এর ফলে মহিলা এবং অনাথ আশ্রমের আবাসিকরা খুশি। মোট ৬০ জন অনাথ আশ্রমের আবাসিকদের মিউজিয়াম ঘুরিয়ে দেখানো হয়েছে মধ্যাহ্নভোজও করানো হয় তাদের।
পাশাপাশি রাজ্য সরকারের পর্যটন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর জয়ন্ত দেববর্মা বলেন, মিউজিয়াম দিবস উপলক্ষে পর্যটন দপ্তর নানা কর্মসূচি হাতে নিয়েছিল। এরমধ্যে উল্লেখযোগ্য কর্মসূচিটি হল উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। মিউজিয়ামের পাশাপাশি দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা যাতে রাজ্যের সবকটি পর্যটন কেন্দ্র সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন তার জন্য এগুলি সংস্কার কাজ, নতুন করে সাজিয়ে তোলা সহ উন্নয়ন ঘটানো হচ্ছে। এর ফলে আগামী দিনেও রাজ্য পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।
এদিন উজ্জয়ন্ত মিউজিয়াম দেখতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ধর্মনগর থেকে এসেছিলেন অনন্যা শর্মা, জিরানিয়া থেকে এসেছিলেন উজ্জয়ন্ত মিউজিয়াম কর্তৃপক্ষের এ দিনের এই অভিনব উদ্যোগে তারা খুশি। এইজন্য রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং মিউজিয়াম আধিকারিকদের ধন্যবাদ জানান।
এই নিউজটির ভিডিও দেখতে নিচের লিংকটিতে ক্লিক করুন
0 মন্তব্যসমূহ