Advertisement

Responsive Advertisement

বাইপাসে ছাত্রীর গন ধর্ষণকাণ্ডে আরো এক অভিযুক্ত পুলিশের জালে

আগরতলা, ১৬ মে ২০২৩: আগরতলার বাইপাস গনধর্ষণকাণ্ডের আরো এক অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। মঙ্গলবার তাকে ধরতে সক্ষম হয় পুলিশ  সম্প্রতি রাজধানী আগরতলার আমতলী থানাধীন  বাইপাস এলাকায় এক কলেজ ছাত্রী গণধর্ষণের অভিযোগ উঠে। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনের নাম জানতে পারে। পুলিশ প্রথমে গৌতম শর্মাকে আটক করে। তারপর সুদীপ ছেত্রীকে আটক করে। তবে আরো এক অভিযুক্ত জয়ন্ত রাউত, তার বাড়ী রাজধানীর চারিপাড়া এলাকায়। পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়লো। আগরতলা বিমান বন্দর এলাকার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বলে সংবাদ মধ্যকে জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব।
কিছুদিন আগে মহেশখলা বাইপাস রোড সংলগ্ন এলাকায় এক মেয়েকে গণধর্ষণ করা হয় তাতে আজ আরও এক আসামিকে আটক করতে সক্ষম হয় আমতলী থানার পুলিশ। তাকে এয়ারপোর্ট থানার পুলিশ আটক করে এবং পরবর্তী সময়ে আমতলী থানার হাতে তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ