Advertisement

Responsive Advertisement

দল বিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কৃত দুই নেতৃত্ব

আগরতলা, ১৩ মে : দল বিরোধী কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুইজন সদস্যকে বিজেপি থেকে বহিষ্কার করা হল। 
শনিবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য'র এক আদেশের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির দুইজন সদস্য যথাক্রমে প্রাক্তন প্রদেশ কাৰ্যালয় সচিব ও প্রাক্তন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী এবং প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা সহ-সভাপতি প্রদীপ কুমার নাথকে দলীয় অনুশাসন অনুযায়ী দল থেকে বহিস্কার করা হয়েছে। প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সরকার এক প্রেস রিলিজের মাধ্যমে এ খবর জানিয়েছেন। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে বহিস্কারের এই আদেশ প্রেস রিলিজ প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকে দলের একাংশ নেতৃবৃন্দ দল বিরোধী কার্যকলাপ যুক্ত হয়ে পড়ে বলে প্রদেশ নেতৃত্বের কাছে খবর আসে, প্রদেশ নেতৃত্বে তৎক্ষণাৎ এই সকল নেতাদেরকে সতর্ক করা হয়, তারপরও তারা দল বিরোধী কাজ চালিয়ে যান। এই সকল নেতৃত্বের দল বিরোধী কাজের প্রভাব ভোটেও পড়েছে বলে দলীয় সূত্রের খবর। এর প্রেক্ষিতে প্রদেশ নেতৃত্ব শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে নির্বাচনের পরেই শুনতে পাওয়া যায়। অবশেষে প্রদেশ নেতৃত্ব বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয় এবং এই সকল নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ শুরু করে। যার ফলশ্রুতিতে এদিন দুইজন নেতৃত্বকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী দিনেও এই প্রক্রিয়া জারি থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ