Advertisement

Responsive Advertisement

রাজ্য সরকার মানুষের কল্যাণে একের পর এক কাজ করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ মে : ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের মূল কথা একটিই, তা হচ্ছে উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন, তাই ৪০থেকে ৫০ বছর এই সরকার ক্ষমতায় থাকবে। মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ করলেন অধ্যাপক ডা মানিক সাহা। এই এক বছরে দুইবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এক বছরের এই অভিজ্ঞতা সম্পর্কে মঙ্গলবার তাকে আগরতলায় সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি আরো বলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের কথা বলেন, উন্নয়ন ছাড়া তিনি কোন কিছু ভাবতে পারেন না। তার এই পথকে অনুসরণ করে চলছে এই রাজ্য সরকার। সেই সঙ্গে তার আরো অভিমত এই সরকার জনগণের, তাই যা কিছু কাজ করে তা সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে। এই সকল কারণে রাজ্য সরকারের প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে, তাই দ্বিতীয়বারের মতো সরকার গঠন করা সম্ভব হয়েছে। আগামী অনেক বছর ধরে অর্থাৎ ৪০ থেকে ৫০ বছর ধরে বিজেপি সরকারের উপর মানুষের আস্থা থাকবে বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন।
তবে সেই সঙ্গে তিনি জানান, এমনটা দাবি করা হচ্ছে না যে তারা সব কিছু করে নিয়েছেন রাজ্যের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আরো অনেক কাজ করার ইচ্ছা তাদের রয়েছে।
 রাজ্য সরকার সবচেয়ে বেশি জোর দিচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সড়ক রেল বিমান যোগাযোগে, এমনকি নৌপরিবহনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা কৃষির উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তিনি আরো বলেন দেশের অন্য জায়গায় যে ত্রিপুরা ভবনগুলো রয়েছে এগুলোর পরিষেবার মান উন্নত করার কাজ চলছে। আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। আগামী দিনে যাতে এগুলোতে তার ক্যাটাগরির পরিষেবা যুক্ত করা যায় এদিকে চিন্তাভাবনা করা হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ