Advertisement

Responsive Advertisement

মিউজিয়ামে ইতিহাসকে সংরক্ষণ করে রাখা যায়: পর্যটনমন্ত্রী


আগরতলা, ১৮ মে : মিউজিয়ামে ইতিহাসকে সংরক্ষণ করে রাখা যায়। আগামী প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচিতি ঘটানোর ক্ষেত্রে মিউজিয়ামগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আজ সন্ধ্যায় রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে যে মিউজিয়ামটি রয়েছে তাতে রাজ্যের মহারাজাদের নানা কীর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরা ভ্রমণের মতো বিষয় তুলে ধরা হয়েছে। আগামী প্রজন্ম যাতে রাজ্যের ঐতিহ্যমন্ডিত সংস্কৃতি সম্পর্কে অবহিত হতে পারে সেই লক্ষ্যে এই মিউজিয়ামকে সাজিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, রাজ্যের পর্যটন দপ্তর ত্রিপুরাকে পর্যটন মানচিত্রে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা উদ্যোগ নিয়েছে। স্বদেশ দর্শন-১ ও স্বদেশ দর্শন-২ প্রকল্পে সমগ্র রাজ্যকে পর্যটকদের সামনে আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পের বিকাশ রাজ্যের বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
বিশেষ অতিথির ভাষণে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা বলেন, ১৯৭৭ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকে সঠিক ভাবে সংরক্ষণ করা এই দিবসের মূল উদ্দেশ্য। ত্রিপুরার চিরাচরিত কৃষ্টি ও সংস্কৃতিকে এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা হয়েছে। স্বাগত ভাষণে পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস বলেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ এই দিনটি রাজ্যে পালন করা হয়েছে। এরমধ্যে অভয়নগরস্থিত চাইল্ড কেয়ার ইনস্টিটিউটের আবাসিকরা যাদুঘর পরিদর্শন করেন। এছাড়াও আন্তর্জাতিক যাদুঘর দিবস উপলক্ষে আজ মহিলাদের জন্য কোনোরকম টিকিট ছাড়া যাদুঘর পরিদর্শন করার ব্যবস্থা রাখা ছিল। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ম্যানেজার অজয় কৃষ্ণা। অনুষ্ঠানে পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা জয়ন্ত দেববর্মা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বুদ্ধপূর্ণিমা এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত পোস্টার তৈরি প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এই সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ