Advertisement

Responsive Advertisement

অসাধু ব্যাবসায়ীদের প্রতি কঠোর পদক্ষেপগ্রহন করছে শান্তিরবাজার মহকুমা প্রসাশন


শান্তিরবাজার, ৮ মে ২০২৩: দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যাবসায়ীরা প্রতিনিয়ত গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে। এইসকল অসাধু ব্যাবসায়ীদের মহকুমা প্রসাশনের পক্ষথেকে বিগতদিনেও সতর্ক করেদেওয়াহয়েছিলো। কিন্তু দেখাযায় এইসকল অসাধু ব্যাবসায়ী মহকুমা প্রসাশনের আদেশকে তোয়াক্কা নাকরেই গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে। এইসকল অসাধু ব্যাবসায়ীদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করছে শান্তির বাজার মহকুমা প্রসাশন। মহকুমা প্রসাশনের উদ্দ্যোগে বিগত কয়েকদিন যাবৎ শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালানোহয়। এরমধ্যে সোমবার শান্তির বাজার মহকুমার ওজন পরিমাপ দপ্তর, খাদ্য দপ্তর ও মহকুমা প্রসাশনের যৌথ উদ্দ্যোগে জোলাইবাড়ী বাজারে বিশেষ অভিযান চালনোহয়। এই অভিযানের মাধ্যেমে ওজন পরিমাপ দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামী জোলাইবাড়ী বাজারের বিভিন্ন দোকানের ওজন মাপার মেশিন পরিক্ষা করেন ও যে সকল দোকানের মেশিন সঠিকনেই সেগুলি বাজেয়াপ্তকরেন ও দোকানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। এর পাশাপাশি খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার, ডি সি এম সপ্তপর্নী মজুমদার ও ডি সি এম সোমেন দেব জোলাইবাড়ী বাজারের বিভিন্ন দোকানে মেয়াদ উক্তিন্ন খাবার ও দ্রব্যসামগ্রী বাজেয়াপ্ত করেন। তারপাশাপাশি যে সকল খাবারের দোকানে ডোমেষ্টিক গ্যাস সিলিন্ডার ব্যাবহার করাহচ্ছে সেগুলি বাজেয়াপ্ত করাহয়। এই সকল দোকানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করে মহকুমা প্রসাশন। আজকের এই অভিযান সম্পর্কে বলতেগিয়ে ডি সি এম সপ্তপর্নী মজুদার শান্তির বাজার মহকুমার দোকানদারের এইধরনের অসাধু কাজথেকে দূরে থাকার বিশেষ আহব্বান জানান। তিনি আজকের বক্ত্যের মধ্যদিয়ে গ্রাহকদের বার্তাদেন বর্তমান সময়ে প্রচন্ড গরমে সকলে ঠান্ডা পানীয় সামগ্রী খাচ্ছেন। দেখাযায় মহকুমার সকল দোকানদররা গ্রাহকদের কাছথেকে ফ্রীজ চার্জের নামে ঠান্ডা দ্রব্যসমগ্রীর বডিরেইট থেকে বেশিরাখছে। যাসম্পূর্ন অবৈধ। গ্রাহকরা যাতেকের অতিরুক্ত অর্থ প্রদান নাকরে তার জন্য বিশেষ আহব্বান জানান। আর যদি কোনো দোকানের মলিক গ্রাহকদের কাছথেকে অতিরুক্ত অর্থ আদায় করে এমন অভিযোগ আসলে কঠোর পদক্ষেপ গ্রহনকরবে শান্তির বাজার মহকুমা প্রসাশন। তিনি জানান এইধরনের অভিযান আগামীদিনেও জারীথাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ