Advertisement

Responsive Advertisement

টিবি রোগমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত আগরতলায়

আগরতলা, ২৩ মে : ত্রিপুরা রাজ্যের প্রতিটি পঞ্চায়েত কে টিবি রোগমুক্ত করার লক্ষ্যে কর্মসূচি নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। এর প্রেক্ষিতে বুধবার আগরতলায় রাজ্যভিত্তিক এক কর্মসূচি সূচনা করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা রাজ্যের মিশন ডিরেক্টর শুভাশিস দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিনের কর্মসূচিতে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গা থেকেও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দিবক মজুমদার বলেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষদেরকে সুস্থ এবং রোগমুক্ত রাখার জন্য আহ্বান রাখছেন। তাই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা কে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখন কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ