আগরতলা, ১৫ মে : রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার রাজধানী থেকে আটক ছয় জন।
গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ চন্দ্রপুর এলাকা থেকে ৬জন নেশা কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছে প্রায় ১১গ্রাম ওজনের এক প্যাকেট ব্রাউন সুগার, এগুলিকে খুচরো বিক্রি করার কৌটা, যেগুলি ব্রাউন সুগার বোর্ড ছিল, নগদ দুই হাজার টাকা, ৫টি মোবাইল ফোনসহ একটি টমটমও উদ্ধার করা হয়েছে। এদিন আটককৃত ব্রাউন সুগার গুলির মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সদর এসডিপিও আশিস দাশগুপ্ত। আটক নেশা কারবারিদের নাম যথাক্রমে শচীন সাঁওতাল(৩০) প্রবীর দেববর্মা(২৫) রাকেশ দেববর্মা (২৭) করণ দেববর্মা(২৬) সুব্রত দাস(৩০) এবং ব্যাপী শর্মা(৩১)। তারা রাজধানীর আড়ালিয়া এবং চন্দ্রপুর এলাকার বাসিন্দা। এসডিপিও আরো জানান তারা ওই টমটমে ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন এলাকায় নেশা বিক্রি করে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে বলে জানান এসডিপিও।
0 মন্তব্যসমূহ