Advertisement

Responsive Advertisement

খাদ্য দপ্তর ও ওজন পরিমাপ দপ্তরের উদ্দ্যোগে শান্তির বাজার শহরে বিশেষ অভিযান

শান্তিরবাজার, ৬ মে ২০২৩: শান্তির বাজার শহরে অসাধু ব্যাবসায়ীদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করছে শান্তির বাজার মহকুমা প্রসাশন। শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে শনিবার ডি সি এম মনোজ পাল, ইনস্পেকটর লিগেলমেট্রোলজি শান্তির বাজার সাবডিভিশান চুনিলাল গোস্বামী , খাদ্যদপ্তরের কর্মী শীবশঙ্কর রায় ও এস আই সুজিত সরকারের উপস্থিতিতে আজকের এই অভিযান চালানোহয়। আজকের এই অভিযানের মাধ্যমে শান্তির বাজার শহরের বিভিন্ন মুদিদোকানে মেয়াদ উক্তিন্ন খাবার বাজেয়াপ্তকরাহয় ও যেসকল দোকানদাররা মেয়াদ উক্তিন্ন খাবার বিক্রিকরছেন তাদের বিরেদ্ধে মামলাহাতেনেওয়াহয়। এই অভিযানের মধ্যে শান্তির বাজারের এক জনৈকব্যক্তি আধিকারিকদের সঙ্গে মিলিত হয়ে শান্তির বাজার শহরে ঠান্ডা পানিয় বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ করেন। এই অভিযোগের মধ্যে রয়েছে শান্তির বাজার শহরের একটি দোকানে উনার কাছথেকে ঠান্ডা পানিয় বিক্রিকরে বডি রেইটের বাইরে টাকা রেখেছেন। আধিকারিকরা এই ঘটনার সত্যতা জাচাইকরেদেখেছেন। ঘটনার যাচাই করে ঘটনার সত্যতা খুজেপেয়েছেন আধিকারিকরা। যেসকল লোকজনেরা এই তীব্র গরমে ঠান্ডা পানিয় দ্রব্যসামগ্রীর উপর বর্ধিত মূল্য রাখছে তাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করাহবে বলে জানান প্রসাশন এবং শান্তির বাজারের দীনদয়াল ভান্ডারের মালিক ভাগ্যধর ঠান্ডাপানিয় দ্রব্য সামগ্রীর বর্ধিত মূল্য রাখাতে উনার উপর আইনি পদক্ষেপ নেওয়াহয়। আজকের এই অভিযানের মাধ্যমে শান্তির বাজার মাছ বাজারে পাল্লি বাটখারা নিয়ে অভিযান চালানো হয়। যেসকল মাছ বিক্রেতা নিয়ম অনুযায়ী পাল্লী ঝুলিয়া রাখেননি তাদের বিরুদ্ধে মামলা নেওয়াহয় তার পাশাপাশি যে সকল বাটখারার ওজন সঠিকনেই তাদের বিরুদ্ধেও মামলা নেওয়াহয়। আজকের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ইনস্পেক্টর চুলিলাল গোস্বমী। তিনি জানান এইধরনের অভিযান প্রতিনিয়ত জারিথাকবে। আজকের এই অভিযানে যারা যারা সাহায্যের হাত বাড়িয়েদিয়েছেন তাদের বিশেষ ধন্যবাদ ধানান তিনি। আজকের এই অভিযানের মাধ্যমে অসাধু ব্যাবসায়ীদের সতর্কবার্তা প্রেরন করেন শান্তির বাজার মহকুমা প্রসাশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ