Advertisement

Responsive Advertisement

মুখ্যমন্ত্রী মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের খোঁজ নিলেন


আগরতলা, ৫ মে : মণিপুরের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহার নজরে এসেছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ মণিপুরের রিমস ও অন্যান্য কলেজে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন থেকে মণিপুরের বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। মণিপুর সরকার থেকে রাজ্য প্রশাসনকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।
তাছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর ডা এইচ পি শর্মা রিমসের অধ্যক্ষের সাথে টেলিফোনে কথা বলেন। রিমসের অধ্যক্ষ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জানিয়েছেন সেখানে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীরা সুরক্ষিত ও নিরাপদে রয়েছে।
এদিকে মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার বিষয়েও মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এদিকে দুপুরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সাথে টেলিফোনে কথা বলেন। মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা সেখানকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। টেলিফোনে মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী সিং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে সেখানকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী টেলিফোনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও জানিয়েছেন, মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ