Advertisement

Responsive Advertisement

ধলেশ্বরের চা দোকান থেকে ব্রাউন সুগার উদ্ধার

আগরতলা, ২৫ মে : এবার আগরতলার এক চায়ের দোকান থেকে উদ্ধার হলো নেশা সামগ্রী।
বৃহস্পতিবার গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ ধলেশ্বর এলাকার একটি চা দোকানে তল্লাশি চালালে প্রচুর পরিমান ব্রাউন সুগারের কৌটা পাওয়া যায়। চা বিক্রির নাম করে আড়ালে মূলত এগুলো স্থানীয় এলাকার মানুষের মধ্যে বিক্রি করা হতো এই দোকান থেকে। এগুলি বিক্রির সঙ্গে জড়িত থাকার জন্য পুলিশ দুজনকে আটক করে। তাদের একজনের নাম রাজেশ চক্রবর্তী অপরজন দীপক দেবনাথ। তারা দীর্ঘদিন ধরে এইসব বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। একশ শতাংশ নিশ্চিত হওয়ার পর পুলিশ এদিন অভিযান চালায় এবং হাতেনাতে তাদেরকে ধরে ফেলে। এদিনই তাদের আদালতে তুলে রিমান্ড এর জন্য আবেদন জানানো হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি রানা চাটার্জী। তিনি আরো বলেন তাদের পিছনে গোটা একটি চক্র কাজ করছে। পুলিশের মূল লক্ষ্য হচ্ছে এই চক্রটিকে ধরা এবং সাধারণ মানুষদেরকে নেশার কবল থেকে রক্ষা করা। তদন্তের জন্য পুলিশ তাদের মোবাইলগুলি আটক করেছে। এখন দেখার পুলিশ মোবাইলের সূত্র ধরে আরো কয়েকজনকে আটক করতে পারে কি। বাবা না করা হচ্ছে সহসাই এই সূত্র ধরে পুলিশ আরো অনেকেই জালে তুলতে সব কম হবে। পরবর্তী সময়ে চায়ের নাম করে নেশা বিক্রির এই আস্তানাটিকে ভেঙ্গে চুরমার করে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ