আগরতলা, ২১মে : কিছু বহিরাগত ত্রিপুরা প্রদেশ বিজেপির সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে। সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সংসদ বিপ্লব কুমার দেবের এমন মন্তব্যে হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটল শাসক শিবিরে। রবিবার দুপুরেই দিল্লি থেকে বিমানে আগরতলায় আছেন বিপ্লব কুমার দেব। এর কিছুক্ষণ পর রাজধানীর শিশু বিহার এলাকার সরকারি বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে অভিযোগ করেন প্রদেশ বিজেপির মধ্যে কিছু বহিরাগত লোক অনুপ্রবেশ করে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে।
পাশাপাশি তিনি আরো বলেন দলের সর্বভারতীয় নেতৃত্ব বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তিনি আগেও দলের জন্য কাজ করে ছিলেন। তাদের কাজে সব সময় তিনি অনুগত ছিলেন এবং আগামী দিনের অনুগত থাকবেন। দলের সর্বভারতীয় নেতৃত্ব তাকে যে দায়িত্ব দেবে তা তিনি নিষ্ঠার সঙ্গে আগামী দিনেও পালন করবেন। কিন্তু মাঝে মাঝে কিছু বহিরাগত লোক দলের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে তা তিনি লক্ষ্য করেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশে নিজেরা দল পরিচালনা করবেন বলে এদিন স্পষ্ট করে দেন তিনি।
তখন সাংবাদিকদের তরফে তার কাছে জানতে চাওয়া হয়, তিনি যাদের বহিরাগত বলছেন তারা কারা? তারা কি ত্রিপুরা রাজ্যের মানুষ? সংগঠনের ভিতরে না বাইরের মানুষ তারা? এর উত্তরে তিনি বলেন, উপস্থিত সাংবাদিকরা সকলে ত্রিপুরা রাজ্যের মানুষ, তাই সকলেই জানেন এরা কারা। দলে কোন ব্যক্তি বা কেউ সর্বোপরি নয়, সর্বোপরি হচ্ছে সংগঠন। বহিরাগত এবং অন্য প্রবেশকারীরা কিভাবে দলের ক্ষতি করছেন, সাংবাদিকদের তরফে তার কাছে এই কথা জানতে চাওয়া হলে? তিনি বললেন এবিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। এই বিষয়ে বিস্তারিত তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েছেন।
বিপ্লব কুমার দেবের এই বক্তব্য নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে। তিনি কি বলতে চাইছেন তা স্পষ্ট নয়, বরং ধোঁয়াশা তৈরি হয়েছে। এর ফলে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে দলের নিচুস্তরের কর্মী সমর্থকদের মধ্যে বলেও অভিমত অনেকের। যদিও বিপ্লব কুমার দেবের এই মন্তব্যের প্রেক্ষিতে দলের প্রদেশ কমিটির কোন নেতৃত্বের তরফে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার দিকে বিপ্লব কুমার দেব এর অভিযোগের আঙ্গুল বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহলের একাংশ।
এদিকে বর্তমান মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর বিরোধীদলের একাংশ বিধায়ক বিজেপি দলে আসতে আগ্রহী। তারা বর্তমান মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই বিষয়টি মেনে নিতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার ধারণা এভাবে বিরোধী দল ভাঙ্গিয়ে বিধায়কদের দলে নিয়ে এলে আরো বেশি শক্তিশালী হবেন বর্তমান মুখ্যমন্ত্রী, দলের মধ্যে তার প্রভাব আরো বেড়ে যাবে। যা কোনভাবে মেনে নিতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক সম্মেলনের পর বিকেলে আবার দিল্লি চলে যান বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা এদিন গভীর রাজ্য ছিলেন, এই ঘটনার পর রাতে তিনি আগরতলা ফিরে আসবেন বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ