আগরতলা, ৯ মে ২০২৩: ১৩মে শ্রী শ্রী রবি শঙ্করজীর পুণ্য আবির্ভাবের দিন। এই পুণ্য দিনকে সামনে রেখে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে শিষ্যদের তরফে। এর অংশ হিসেবে সম্প্রতি আর্ট অফ লিভিং এর তরফে রাজধানী আগরতলার বড়জলা এলাকার আপন বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি তাদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়।
সেই সঙ্গে জিরানী এলাকার ইট ভাটায় এবং মেখলিপাড়া চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। আর্ট অফ লিভিং এর সদস্যরা গিয়ে এই সামগ্রী গুলি তোলেদেন। এই সকল মানুষদের মুখে হাসি ফুটাতে পেরে খুশি ব্যক্ত করেন আয়োজকরা।
0 মন্তব্যসমূহ