আগরতলা, ২৮মে : গোপন সংবাদের ভিতীতে বি এস এফ'র ১০৫ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারের আগে ৮১টি গরু আটক করে। এই ঘটনার শনিবার গভীর রাতে রাজ্যের ধলাই জেলার মনু থানার অন্তর্গত শিববাড়ি বাজার সংলগ্ন এলাকাতে। মনু থানার পুলিশ সূত্রে জানা যায় বি এস এফ'র কাছে গোপন সংবাদ আসে রাজ্যের দামছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য কিচ্ছু গরু আসছে প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে। এই সংবাদের ভিতিতে বি এস এফ'র জওয়ানরা শিববাড়ি এলাকাতে ওৎ পেতে থাকে। গভীর রাতে নয়টি গাড়ি গরু নিয়ে শিববাড়ি এলাকাতে আসতেই বি এস এফ জওয়ানরা গাড়ি গুলি আটক করে। গাড়ি গুলি থেকে ৮১টি গরু উদ্ধার করা হয়। গরু গুলি মনু থানার হাতে তুলে দেয় বি এস এফ জওয়ানরা। প্রসঙ্গত মায়ানমার থেকে এই গরু গুলি মিজোরাম হয়ে রাজ্যের দামছড়া সিমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে সোনামুড়া সিমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হয় বলে খবর। এই ঘটনা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে একাংশ পাচারকারী। এই পাচার চক্রের চক্রের বিরুদ্ধে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন এবং বিএসএফ। তাই প্রায় সময় এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পাথরের উদ্দেশ্যে আমরা গরু আটক হচ্ছে।
0 মন্তব্যসমূহ