আগরতলা,১৩ মে : গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়েও উদযাপন করা হল কবি গুরুর রবীন্দ্র জয়ন্তী। ১২ মে, ২০২৩ ইং শুক্রবার গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজের রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালন করা হয়। কলেজের এক নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শ্রীমন্ত রায়সহ কলেজের সমস্ত অধ্যাপক-শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্ষুদ্র আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং নাটক পরিবেশন করে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অতঃপর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতির ছিল যথেষ্ট লক্ষণীয়। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে।
0 মন্তব্যসমূহ