Advertisement

Responsive Advertisement

ককবরক লেখার জন্য রোমান হরফ চালুর দাবীতে আগরতলায় ছাত্র সংঘঠন TSF এর বিক্ষোভ

আগরতলা, ২৬ মে : ত্রিপুরা রাজ্যের জনজাতিদের প্রচলিত ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি দেওয়ার দাবিতে শুক্রবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ। এদিনের এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি সম্রাট দেববর্মা। তারা ভিআইপি রোডের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে টিএসএফ সাধারণ সম্পাদক মনীষ দেববর্মা বলেন, আমাদের ভাষা আমাদের বিষয় আমাদের মত করে চয়ন করতে দিন, কেননা বিগত কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ককবরক ভাষা বাংলা হরফে লিখতে হবে জানিয়েছিলেন বলে তিনি একদিন দাবি করেন।
সেই সঙ্গে তিনি আরো বলেন সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়। তারা চাইছেন রোমান হরফ, যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে আগামী দিনের বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে। যা চির স্মরণীয় থাকবে। এই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ