Advertisement

Responsive Advertisement

দুই হাজার টাকার নোট বদল করতে আসার পথে আমবাসায় বহিঃরাজ্যের তিন যুবক আটক

আগরতলা, ১জুন : রাজ্য পুলিশের তৎপরতায় দুই হাজার টাকার নোট পাচার চক্রের সঙ্গে জড়িত তিন যুবক আটক। ধলাই জেলার আমবাসা এলাকায় বহি:রাজ্যের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ ২০০০ টাকার নোট উদ্ধার হয়, সেই সঙ্গে পুলিশ তিনজনকে আটক করেছে।
প্রতি দিনের মতো বৃহস্পতিবারও আমবাসা থানার পুলিশ আট নম্বর জাতীয় সড়কের বেত বাগান এলাকায় নাকা পয়েন্টে চলাচলকারি গাড়িতে রুটিন তল্লাশি করছিল। তখন UP-64 AJ - 4187 নম্বরের গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে দুই হাজার টাকার একধিক বান্ডিল উদ্ধার করে পুলিশ। এই বান্ডিল গুলি থেকে মোট ৫৬ লক্ষ টাকা উদ্ধার হয়। সাথে তিনজনকে আটক করা হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমবাসা থানায় ছুটে আসেন ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রায়। তিনি সংবাদ মাধ্যমকে জানান একে একে তিন জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানিয়েছে তারা তিনজনে উত্তর প্রদেশের বাসিন্দা। উত্তর প্রদেশ এবং আগরতলায় তাদের জুয়েলারি ব্যবসা রয়েছে। উত্তর প্রদেশ থেকে আগরতলায় ব্যবসা সংক্রান্ত কাজে তারা আসছিল। এই ২০০০ টাকার নোটগুলিও সঙ্গে নিয়ে আসছিল পরিবর্তন করার উদ্দেশ্যে। যেহেতু একসঙ্গে একজন লোক ১০টির বেশী ২০০০ টাকার নোট ব্যাংকে পরিবর্তন করতে পারবে না। এই পরিস্থিতিতে তারা কেন এতগুলো লোক নিয়ে আসছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ