ধর্মনগর, ১৬জুন : মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন খামার ও মৎস্যচাষের জলাশয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রাণীপালক ও মৎস্যচাষিদের সাথে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করেন। মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী আজ প্রথমে জেলার পশ্চিম রাধাপুর গ্রামপঞ্চায়েতে রূপম দেবনাথের শূকরের খামার, আলগাপুরের নির্মল চন্দ্র শর্মার গরুর খামার, যুবরাজনগর ব্লকের রাধাপুর গ্রামপঞ্চায়েতে মৎস্যচাষি বিষ্ণুপদ নাথের মাছ চাষের জলাশয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে যুবরাজনগরের প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোৎ দে সরকার, মৎস্য দপ্তরের অধিকর্তা মোসলেমউদ্দিন আহমেদ, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডা. বি কে দাস, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা বিপ্লব দাস এবং সংশ্লিষ্ট দপ্তরের জেলাস্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ