আগরতলা, ১০জুন: রাজধানী আগরতলার বনমালীপুর বিধানসভার অন্তর্গত বিজয় সংঘ ক্লাব সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে অন্নদান কার্যক্রম শুরু করে। শনিবার এই কর্মসূচীর সূচনা করা হয়। এই কর্মসূচীর সূচনা করেন সমাজসেবী এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচাৰ্য। এই ক্লাবের তরফে এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় শনিবার পথচলতি সাধারণ মানুষদের মাত্র দুই টাকার বিনিময়ে পেট ভরে ভাত খাওয়ানো হবে।
রাজীব ভট্টাচাৰ্য ক্লাবের কর্মকর্তাদের এই উদ্যোগের প্রশংসা করেন। সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে এমন কর্মসূচির আয়োজন করার জন্য তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাজ পরিবর্তনের যে কথা বলা হচ্ছে, এই আহ্বান শুনে এখন রাজ্যের বহু মানুষ সমাজের বিভিন্ন অংশের মানুষের সহায়তার জন্য এগিয়ে আসছেন। এই কাজে যারা এগিয়ে এসেছেন তাদের মধ্যে স্কুল শিক্ষকও রয়েছেন তারা সকলে আগামী দিনে সমাজের জন্য আরো বেশি করে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। তাদের এমন কাজ দেখে অন্যান্যরাও জাতে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসেএই আহবান রাখেন। এমনকি রাজীব ভট্টাচার্যের নিজেও এখানে খেতে আসা মানুষদের হাতেখাবার তুলে দেন।
0 মন্তব্যসমূহ