Advertisement

Responsive Advertisement

ল্যান্ড রেকর্ডস অ্যান্ড স্যাটেলমেন্টে নিয়োগের সিদ্ধান্ত

আগরতলা, ৮ জুন : মন্ত্রিসভার বৈঠকে আজ রাজস্ব দপ্তরের অধীন ডাইরেক্টরেট অব ল্যান্ড রেকর্ডস অ্যান্ড স্যাটেলমেন্টে বিভিন্ন পদে ১৪৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ১৪৬টি পদের মধ্যে রয়েছে অ্যাসিস্টেন্ট সার্ভেয়ার অফিসার ৬টি, কানোনগো ১০টি, আমিন ১২৫টি এবং সার্ভেয়ারের পদ ৫টি। এরমধ্যে অ্যাসিস্টেন্ট সার্ভেয়ার অফিসার ও কানোনগো পদগুলি হচ্ছে ফিডার পোস্ট। এই পদগুলি টিপিএসসির মাধ্যমে পূরণ করা হবে। আমিন ও সার্ভেয়ার পদগুলিতে দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হবে।
সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, রাজ্যের ঐতিহ্যবাহী উজ্জয়ন্ত প্রাসাদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে রাজবাড়ির সামনের দিককে উইকেন্ড ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। এই লক্ষ্যে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে রবীন্দ্র ভবন চৌমুহনি পর্যন্ত এবং রাজবাড়ির সামনের পার্ক থেকে জ্যাকশন গেইট পর্যন্ত রাস্তাকে প্রতি শনিবার ও রবিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নো-এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করা হবে। রাজবাড়ির সামনের জায়গাটিকে পর্যটন দপ্তরের মাধ্যমে আরও আকর্ষণীয় করা হবে। সেখানে ধাবার ব্যবস্থা, ফুড স্টল, সেলফি পয়েন্ট এবং রাজবাড়ির লেইকে বোটিং-এর ব্যবস্থা থাকবে। এছাড়াও দর্শকদের বিনোদনের জন্য ঐ দু'দিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এরজন্য রাজবাড়ির সামনে একটি স্থায়ী সাংস্কৃতিক মঞ্চও তৈরি করা হবে। পর্যটন দপ্তরের এই উদ্যোগের ফলে সরকারের যেমন রাজস্ব আয় হবে তেমনি বেকার যুবক-যুবতী ও শিল্পীদেরও আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রিসভার বৈঠকে আগামী ৭ জুলাই, ২০২৩ থেকে ১৩তম ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ