Advertisement

Responsive Advertisement

আবারো এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আটক দুই বাংলাদেশী যুবতী

আগরতলা, ৬ জুন : বিমানবন্দর থানার পুলিশ মঙ্গলবার সন্দেহভাজন দুই বাংলাদেশী যুবতীকে আটক করে। রাজ্যকে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা তাদের নিরাপদ করিডোর হিসেবে পরিণত করেছে। তাই প্রায় প্রতিদিনই রাজ্যের বাংলাদেশ সীমান্তের কোন না কোন প্রান্তে অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়ছে। মঙ্গলবার আবারো আগরতলার এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধর পড়লো অবৈধ ভাবে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী যুবতী। এয়ারপোর্ট থানার ওসি সুমন সিনহা সংবাদ মাধ্যমকে জানান মঙ্গলবার পুলিশ মোবাইল পেট্রোলিং করার সময় বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুই জন যুবতীকে ইতস্তত ভাবে ঘুরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। কথা বললে তাদের আচরণে অসংলগ্নতা ধরা পড়ে। তখন তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে তারা স্বীকার করে যে তাদের বাড়ী বাংলাদেশে এবং কাজের সন্ধানে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে। তাদের নাম যথাক্রমে হাসনা বেগম(২৩) এবং স্বপ্না সরকার(২১)। তাদের বাড়ী নরসিংদী এলাকায় বলে প্রাথমিক ভাবে জানিয়েছে। কেন তারা অবৈধ ভাবে এসেছে তার প্রকৃত কারণ জানতে চেষ্টা চলছে বলেও জানান ওসি। এই কদিন আগেও এয়ারপোর্ট থানার তরফে বাংলাদেশী এক যুবতী ও এক যুবককে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়। সীমান্ত সংলগ্ন এলাকার স্হানীয় বাসিন্দাদের অভিযোগ এই সব অনুপ্রবেশকারীদের অনেকেই চোর ও ডাকাত দলের সঙ্গে জড়িত। তারা এভাবে দিনের বেলা অনুপ্রবেশ করে মানুষের বাড়ী বাড়ী ঘুরে কাজের নাম করে, আসলে তারা পাড়া ঘুরে খবর সংগ্রহ করে কার বাড়িতে কি রয়েছে এবং তথ্য পাচার করে চোর ও ডাকাত দলকে। রাতের আঁধারে চুরি ডাকাতির ঘটনা করে একাংশ বাংলাদেশী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ