Advertisement

Responsive Advertisement

পেনশন সংক্রান্ত দুটি পোর্টালের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী


আগরতলা, ৭ জুন : ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের উদ্যোগে বুধবার রাজধানী আগরতলাস্থিত মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সরকারি পেনশনারদের যাবতীয় সমস্যা নিরসন। পেনশন প্রক্রিয়ার সাথে যুক্ত সমস্ত প্রতিষ্ঠানের আধিকারিকগণ যেমন, এজির অফিসারবৃন্দ এবং রাজ্যের দূরদূরান্ত থেকে আগত বিভিন্ন পেনশনাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী দুটি পোর্টালের উদ্বোধন করেন। এরমধ্যে একটির মাধ্যমে হেড অব অফিস থেকে সরাসরি এজি অফিসে পেনশন প্রস্তাব পাঠানো যাবে এবং অন্য পোর্টালটির মাধ্যমে যে কোনও পেনশনার তাঁর অভিযোগ ঘরে বসে অনলাইনে লিপিবদ্ধ করতে পারবেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, অর্থ দপ্তরের এই উদ্যোগ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে চলা সব অংশের মানুষের বিকাশের একটি পদক্ষেপ যাতে অন্তিম মানুষটিও উপকৃত হন। অর্থমন্ত্রী আরও বলেন, পেনশনারদের যাবতীয় সমস্যা নিরসনের জন্যে এবছর প্রতিটি জেলায়। এমন পেনশনার আদালতের আয়োজন করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল ললিত কুমার বিমল সহ অন্যান্য আধিকারিকগণ। অর্থ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ