Advertisement

Responsive Advertisement

কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত সাত আহত ১৬


আগরতলা, ২৮ জুন: বুধবার কুমারঘাটে ইসকনের উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৭ জন শ্রদ্ধালুর। আগত হন ১৬জন, মৃত ও আহতদের মধ্যে রয়েছে শিশুও। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যায় দমকল ইঞ্জিন। ঘটানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাস্তার বিদ্যুৎ এর তার থেকেই এই বিপত্তি বলে প্রথমিক ভাবে অনুমান করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই সম্পর্কে নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেন, "আজ কুমারঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনায় উল্টোরথ টানার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পূণ্যার্থী এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পাশাপাশি,‌ আহত‌ ব্যাক্তিদের দ্রুত সুস্থতা কামনা করি। রাজ্য সরকার এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে।"
এদিকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লিখেছেন, কুমারঘাটে উল্টো রথ টানতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বেশ কয়েকজন পুন্যার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ।এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । রাজ্য সরকার এবং বিদ্যুৎ নিগম সমস্ত রকম ভাবেই তাদের পাশে থাকবে।যদিও আমি দপ্তরের কাজে রাজ্যের বাইরে থাকার কারণে আজ কুমারঘাট আসতে পারছি না।ঘটনার খবর পেয়েই আমি স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং কুমারঘাটস্থিত বিদ্যুৎ নিগমের ডিজিএম এর সঙ্গে কথা বলেছি। কেমন করে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো , এ বিষয়ে তদন্ত করে দ্রুত রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য ও ডিজিএমকে নির্দেশ দিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ