Advertisement

Responsive Advertisement

বিরল প্রজাতির ছয়টি কচ্ছপের বাচ্চাসহ আটক এক পাচারকারী

আগরতলা, ২৩জুন: ছয়টি কচ্ছপের বাচ্চাসহ এক ব্যক্তিকে আটক করলো বনদপ্তর। রাজ্যের সুপরিচিত এনজিও পোশাম যারা প্রাণীদের নিয়ে কাজ করে। গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে এক যুবক একাধিক কচ্ছপের বাচ্চা বিক্রি করার জন্য রাজধানী আগরতলার টিআরটিসি অফিস সংলগ্ন একটি প্রাণী বিক্রির দোকানে এসেছে। এই খবরের ভিত্তিতে ঐ দোকানে যায় পোশামের সদস্য আকাশ পাল, সৌভিক সিনহা, অমিতাভ দেব ও বাপন দাস এবং বন্য প্রাণীর অবৈধ ব্যবসায়ী যুবককে আটক করে। তখন ঐ যুবক জানায় তার নাম রাজু মিয়া এবং তার কাছে মোট ৬টি কচ্ছপের বাচ্চা রয়েছে। 
তখন পোশামের তরফে বন দপ্তরের সাথে যোগাযোগ করা হয় এবং বনকর্মীরা এসে তাকে আটক করে ও ৬টি কচ্ছপ উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তী সময় বনকর্মীরা রাজু মিয়াকে এনসিসি থানার কাছে হস্তান্তর করে। 
 রাজু জানিয়েছে প্রতিবেশী রাজ্যে পাচার করার উদ্দেশে এমন ৩০০টি কচ্ছপের বাচ্চার একটি চালান রাজ্যে এসেছে। এখন এগুলিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ