Advertisement

Responsive Advertisement

বিশ্ব পরিবেশ দিবসে স্পন্দনের উদ্যোগে পথনাটিকা পরিবেশিত

আগরতলা, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্পন্দন সমাজিক সংস্থার তরফ থেকে এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য উদয় ভাস্কর চক্রবর্তী, অলক রায় প্রমুখ। এতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মনোরম পরিবেশে সচেতনতা মূলক শিবিরটি পরিচালনা করেন ডঃ উত্তম সাহা। উদ্বোধনী সংগীত করেন স্পন্দনের সমস্ত সদস্যরা। গাছ লাগাও প্রাণ বাঁচাও অপূর্ব মূর্ছনায় গানটি এক আবেশের সৃষ্টি করে চতুর্দিক। যুগলবন্দী কবিতায় কচিকাঁচা দুজনের পরিবেশন ছিল শ্রুতি নন্দনীয়।
শিশু শিল্পী শ্রেষ্ঠা কর অপূর্ব গায়কী সবার মন জয় করেছে।
সম্পাদিকা ড: হৈমন্তী ভট্টাচার্য কোষাধ্যক্ষ ড:শ্যামল কুমার ঘোষ নেতৃত্ব দিয়ে সমস্ত সদস্যদের পরিবেশকে দূষণমুক্ত রাখায় এক প্রতিজ্ঞাতে আবদ্ধ হন। উপস্থিত দর্শকদের মধ্যে চারা বিতরণ করা হয় এবং পরিবেশের উপর ওপেন কুইজ রাখা হয়।
অবশেষে বিশিষ্ট নাট্যকার ননীগোপাল দের লেখা ও পরিচালনায় "আমরা করব জয় নিশ্চয়" নাটক পরিবেশন করা হয়। ত্রিপুরা স্টেট পলিউশান কন্ট্রোল সোসাইটি (TSPCS) সহযোগিতায়এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ