Advertisement

Responsive Advertisement

রাজ্যের ভাস্কর সৌমেন দেবনাথ জাতীয় ললিত কলা একাডেমির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন

আগরতলা, ৮জুন: রাজ্যের শিল্প-সংস্কৃতি ভাস্কর্যের ইতিহাসে বৃহস্পতিবার এক উজ্জ্বল দিন। রাজ্যের বর্তমান প্রজন্মের গুণী শিল্পী সৌমেন দেবনাথের হাত ধরে রাজ্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো। রাজ্যের উদীয়মান ভাস্কর সৌমেন দেবনাথ জাতীয় ললিত কলা একাডেমির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। দেশের বর্তমান রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে। কিছুদিন আগে রাজ্য থেকে চারজনকে ললিতকলা একাডেমীর ন্যাশানেল এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছিল, এই চারজনের মধ্যে একজন ছিলেন সৌমেন দেবনাথ। অবশেষে তিনি অ্যাওয়ার্ডি হিসাবে এদিন মনোনীত হয়েছেন। এই খবর রাজ্যে আসার পর শিল্পী মহলে খুশির ছোঁয়া লাগে। ১৭ বছর পর রাজ্যে শিল্পী এই অ্যাওয়ার্ড আবার কেউ পেলেন।
২০০৬ সালে রাজ্যের আরো এক শিল্পী সৌম্য চক্রবর্তী পেয়েছিল। তার আগে মৃন্ময় দেববর্মা এবং তারও বহুকাল আগে আশির দশকে বিখ্যাত ভাস্কর বিপুল কান্তি সাহা এই অ্যাওয়ার্ড পেয়ে ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ