Advertisement

Responsive Advertisement

ভিজুয়াল আর্টে রাজ্যের তিনজনকে সিনিয়র ফেলোশিপ ও একজন জুনিয়র ফেলোশিপও পেয়েছেন

আগরতলা, ২০জুন: রাজ্যের চিত্রকলার ইতিহাসে আরো এক নতুন দিগন্তের উন্মোচন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ভিজুয়াল আর্টে রাজ্যের তিনজনকে একসাথে সিনিয়র ফেলোশিপ দিয়ে সম্মানিত করলো। এই তিনজন হলেন তপতী ভৌমিক, জয়শ্রী রায়, মনোজ সিনহা। তার সাথে জুনিয়র ফেলোশিপও পেয়েছেন একজন, তিনি হলেও শান্তা দেব।
সিনিয়র ফেলোশিপ প্রত্যেকে পেন্টিং বিভাগ থেকে পেয়েছেন এবং জুনিয়র ফেলোশিপ যিনি পেয়েছেন তিনি ভাস্কর্য বিভাগ থেকে।
এখানে উল্লেখ্য ২০১৮ সালে সিনিয়র ফেলোশিপ রাজ্য থেকে একজন পেয়েছিলেন। তারও আগে ৯০ এর দশকে রাজ্য থেকে দুজন সিনিয়র ফেলোশিপ পেয়েছিলেন। 
এখবর আসার পর রাজ্যের শিল্পীদের মধ্যে এক বিশেষ আনন্দের হাওয়া বয়ে যাচ্ছে এবং চারজনের ভিতর তিনজনই রাজ্য ললিত কলা একাডেমির ওয়ার্কিং স্টুডিওর কর্মরত। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রত্যেক সিনিয়র ফেলোশিপ আর্টিস্টকে প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এবং তা দুই বছর পর্যন্ত তারা পাবেন এবং জুনিয়র ফেলোশিপ ১০ হাজার টাকা পাবেন এবং উনিও আগামী দুই বছর এই টাকাটা প্রতিমাসে পেয়ে যাবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ