আগরতলা, ৭ জুন : প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় কুমারঘাট ব্লকের অন্তর্গত তিনটি গ্রাম রয়েছে। ২০২০-২১ অর্থবছরে ব্লকের তপশিলি জাতি অধ্যুষিত গোকুলনগর গ্রমপঞ্চায়েত, জগন্নাথপুর গ্রামপঞ্চায়েত ও নোটিংছড়া গ্রামকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। তখন থেকেই গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গত ২০২১-২২ অর্থবছরে গ্রামগুলির উন্নয়নে তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে মোট ৭২ লক্ষ ৬১ হাজার টাকা বরাদ্দ করা হয়। এই অর্থে গোকুলনগর বাজারে ৬টি মার্কেট স্টল নির্মাণ করা হচ্ছে। গ্রামের রাস্তাগুলো আলোকিত করতে ৩৫টি সোলার লাইট লাগানো হয়েছে। গোকুলনগর বাজারে কমন সার্ভিস সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই পঞ্চায়েতে স্কিল ট্রেনিং কাম কমিউনিটি হলের সাথে পার্কিং শেডের আপগ্রেডেশান করা হয়েছে। অন্যদিকে উল্লেখিত প্রকল্পে গত অর্থবছরের বরাদ্দ অর্থে জগন্নাথপুর পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে ০.৪ কিমি ইট সলিং রাস্তা তৈরী করা হয়েছে। এই পঞ্চায়েতে ওরাং টিলা কালি মন্দির সংলগ্ন যাত্রী শেড নির্মাণ করা হয়েছে এবং গ্রামের রাস্তাগুলো আলোকিত করতে ৩৫টি সোলার লাইট লাগানো হয়েছে। অনুরূপে নোটিংছড়া গ্রামে রাখালটিলা বাজারে ১০টি মার্কেট স্টল নির্মাণের কাজ এগিয়ে চলছে। নোটিংছড়া গ্রামে একটি কমিউনিটি শৌচালয় ও গ্রামের রাস্তা আলোকিত করতে ২৩টি সোলার লাইট লাগানো হয়েছে। কুমারঘাট ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানিয়ে আরও বলা হয়েছে চলতি অর্থবছরে তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে কুমারঘাট ব্লকে আরও তিনটি গ্রামপঞ্চায়েতকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামগুলো হল আম্বেদকর, লালজুরি ও দুধপুর গ্রামপঞ্চায়েত।
0 মন্তব্যসমূহ