Advertisement

Responsive Advertisement

"সম্পর্ক সে সমর্থন" কর্মসূচী উপলক্ষ্যে রাজ্যের দুই বিশিষ্ট নাগরিকের বাড়িতে গেলেন জে. পি. নাড্ডা

আগরতলা, ১৭জুন: "সম্পর্ক সে সমর্থন " এর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা শনিবার তাঁর ত্রিপুরা সফরের দ্বিতীয় এবং শেষ দিনের কর্মসূচীর সূচনা করেন। এই কর্মসূচীর অংশ হিসেবে তিনি রাজ্যের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী তিথি দেববর্মন এবং জাতীয় জিমনাস্ট কোচ বিশেশ্বর নন্দীর বাড়িতে যান। 
তাদের দুজনের হাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'র ৯ বছরের সমস্ত উন্নয়ন মূলক কাজ সম্বলিত একটি করে বই তুলে দেন ও তাদের উভয়ের সঙ্গেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা।  
এই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিতসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচী শেষে হেলিকপ্টারে করে তারা চলে যান দক্ষিণ জেলার শান্তিরবাজার এলাকায়। সেখানে একটি প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জে. পি. নাড্ডা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ