আগরতলা, ১ জুলাই: ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই উপলক্ষে শনিবার সন্ধ্যা রাতে রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্সস্থিত রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যপালের সঙ্গে কুশল বিনিময় করে জন্মদিন উপলক্ষে উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করেন তিনি। এর পাশাপাশি রাজ্যপালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ত্রিপুরার কল্যাণ ও উন্নয়নে রাজ্যপালের আন্তরিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি রাজ্যে শান্তি, সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে ত্রিপুরাকে 'এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা' হিসেবে গড়ে তোলার জন্য রাজ্যপালের সার্বিক সহায়তা কামনা করেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ