Advertisement

Responsive Advertisement

কুমারঘাটের ঘটনায় আহতদের পাশে দাঁড়ালেন ভগবান


আগরতলা, ২ জুলাই: এবছর উল্টো রথের দিন কুমারঘাটে দূর্ঘটনায় আহত ১৬ জনের মধ্যে, ১১জন রোগীকে ঐরাতে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য, কারণ তাদের অবস্থা গুরুতর ছিল। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হচ্ছে। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার জিবি হাসপাতালে যান কুমারঘাট এলাকার বিধায়ক এবং প্রাক্তনমন্ত্রী ভগবান দাস। তিনি এদিন আহত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন। 
সব শেষে বিধায়ক ভগবান দাস বলেন, এদিন তিনি তাদের দেখতে জিবি হাসপাতালে এসেছেন। এখানে মোট ১১জনের চিকিৎসা চলছে। এখনো ৩জনের শারীরিক অবস্থা কিছটা জটিল রয়েছে। আর বাকি সকলে ভালো আছেন, তারা আর কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ী ফিরে যেতে পারবেন বলে আশা করা যাচ্ছে। চিকিৎসা নিয়ে আহতদের সকলের সন্তুষ্ট রয়েছে বলে জানান। রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিধায়ক নিজে তাদেরকে আর্থিক সহায়তা করবেন বলে আগেই ঘোষণা করেছেন। তিনি এদিন আবারো জানান তার বিধায়ক পদের বেতন থেকে নিহতদের পরিবার কিছু পঞ্চাশ হাজার টাকা এবং আহতদেরকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করবেন। পাশাপাশি তিনি আরো বলেন মর্মান্তিক এই বিষয়টিকে নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে। তবে এই সময় রাজনীতি থেকে দূরে সরে এসে আহত মানুষ এবং নিহতদের পরিবারের পাশে যেন সকলে দাঁড়ান এই আহবান করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ