Advertisement

Responsive Advertisement

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কের পূজা

আগরতলা, ১১ জুলাই : প্রতি বছরের ন্যায় এ বছরও মঙ্গলবার অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। রাজধানীর পার্শ্ববর্তী পুরাতন আগরতলার রাজন্য আমলের চতুর্দশ দেবতার মন্দিরের বাৎসরিক খারচি পূজা শেষ হওয়ার পর সাত দিনের মাথায় শুরু হয় কের পূজা।

হিন্দু ধর্মের দেব-দেবীর পূজায় যে সব আচার-উপাচার দেখা যায়, তার বেশিরভাগ কের পূজায় দেখা যায় না। এটি তান্ত্রিক পূজা। প্রতিবছরের মত এবারও রাজবাড়িতে এই পূজার আয়োজন করা হয়। এই পূজায় পুরোহিতকে বলা হয় চন্তাই। এই পূজা জাতি জনজাতি উভয়ের মঙ্গলের জন্য করা হয়। রাজ আমলে যেভাবে নিয়ম নিষ্ঠা করে পুজোর আয়োজন করা হতো একই ভাবে বর্তমান সময়েও সরকার এই পূজার আয়োজন করে।  কের পূজা নির্দিষ্ট সীমানা বেঁধে দিয়ে এই পূজা করা হয়।

পূজা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবছরের ন্যায় এ বছর কের পূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ