Advertisement

Responsive Advertisement

পুলিশের তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ধর্মনগরে চলে যাওয়া সামগ্রী আটক আগরতলায়

আগরতলা, ২১জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আহ্বানের সক্রিয় পুলিশ প্রশাসন। তাই চুরির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আন্ত:রাজ্য চোরচক্রের ৮ সদস্যদের আটক করে দেখিয়ে দিল রাজধানীর পশ্চিম আগরতলা থানার পুলিশ৷
শুক্রবার ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে৷ ওই দোকানের তরফে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ পাশাপাশি তাদের তরফে দোকানের সিটিটিভির ফুটেজ সরবরাহ করা হয়৷ ধর্মনগর পুলিশের তরফে সিটিভি ফুটেজটি রাজ্যের সবক’টি থানায় ছড়িয়ে দেওয়া হয়৷ এই ফুটেজের সূত্র ধরে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর কর্ণেল চৌমুহনি সংলগ্ণ একটি হোটেলে হানা দিয়ে ধর্মনগরের চুরির ঘটনার সঙ্গে জড়িত ৫ জন মহিলা এবং তিন জন পুরুষকে আটক করতে সক্ষম হয়৷ তাদের নাম যথাক্রমে সুন্দরী দাস (৪০), তাপসী দাস (৩৩), গোলাপী দাস (৫৫), বেনু দাস (৬০) মর্জিনা বিবি (৪৫)৷ তাদের বাড়ী উত্তর চবিবশ পরগনার বেড়াচাপা এলাকায়৷ স্বপন মন্ডল (৪২) বেড়াচাপা, চঞ্চল ঘোষ (২৭), কাটোয়া, সফিকুল সাহাজী (৪২) দেগঙ্গা এলাকায় তাদের বাড়ি৷ তাদের কাছ থেকে একটি ব্রেসলেট, দুটি চেইন, ছয়টি কানের দোল, ছয়টি লকেট একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ এগুলির বাজারমূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা বলে প্রাথমিক ধারণা৷ পাশাপাশি তাদের কাছ থেকে একটি বলেরো গাড়িও আটক করা হয়েছে৷ খবর পেয়ে রাতেই আগরতলায় ছুটে এসেছেন ধর্মনগর থানার ওসি শিবুরঞ্জন দে৷ পাশাপাশি আরো একটি টিম রাতেই আগরতলায় আসছে৷ শনিবার সকালে তাদেরকে ধর্মনগর নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ