Advertisement

Responsive Advertisement

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতা মূলক তাই পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করা হলো


আগরতলা, ৮ জুলাই: সম্প্রতি রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য আরো এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছেন রাজ্যের শিক্ষিত বেকাররা।
পূর্তদপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফে গত ৯ ডিসেম্বর ২০২২ইং তারিখে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ৭জুলাই ২০২৩ইং তারিখে পূর্ত দপ্তরের ডেপুটি সেক্রেটারি রাজীব পালের তরফে আরো একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যেহেতু এখন থেকে রাজ্য সরকার সকল সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের পি আর টি সি থাকা বাধ্যতা মূলক বলে নির্দেশিকা জারি করেছে। তাই পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের চাকরির জন্য প্রত্যাশীদেরও পিআরটিসি থাকা বাধ্যতা মূলক। পূর্ত দপ্তর জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য পিআরটিসি থাকা বাধ্যতামূলক থাকার বিষয়টি উল্লেখ করেন নতুন একটি বিজ্ঞপ্তি জারি করার কথা ৭জুলাই ২০২৩ইং তারিখে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের চাকরি প্রত্যাশীদের সুবিধা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ