আগরতলা, ১২জুলাই : বুধবার ১২ ই জুলাই ২০২৩ ইং এ পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ডুকলি ব্লকে আয়োজিত হয় ব্লক টাস্কফোর্স সভা। এই সভা আয়োজনের মুখ্য উদ্দ্যেশ্য, ইন্টেসিফাইয়েড মিশন ইন্দ্ৰধনুষ ৫.০ এর প্রস্তুতি খতিয়ে দেখা। এই ব্লকের অধীন রয়েছে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তাই এদিনের সভায় বিস্তারিত ভাবে আলোচনা হয় আই এম আই ৫.০ এর প্রস্তুতি কে ঘিরে। এই সভার সভাপতিত্ব করেন, ডুকলী ব্লক চেয়ারপারসন শ্রীমতি পরমা বর্মন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আই. এস ডুকলি, আই. সি. ডি. এস সুপারভাইজার, ডুকলি পঞ্চায়েত এক্সটেনশন আধিকারিক, কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইমিউনাইজেশন নোডাল অফিসার সহ অন্যান্যরা। মুখ্য স্বাস্থ্য অধিকারীক কার্যালয়ের অধীন জেলার প্রত্যেকটি হাসপাতালে চলছে জোরকদমে প্রস্তুতি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: রঞ্জন বিশ্বাস এবং জেলা ইমিউনাইজেসন আধিকারিক ডা: ঈশিতা গুহ প্রত্যেকটি হাসপাতাল এর অধীন সুবিধাভোগীরা যেন এই মিশনের আওতায় আসে তা নিয়ে কাজ করছেন। ইতিমধ্যেই আশাকর্মীরা প্রত্যেকটি বাড়ী বাড়ী গিয়ে সমীক্ষা করে দেখছেন এই প্রোগ্রাম এর আওতায় কতজন সুবোধভোগী পড়বেন। উল্লেখ্য, শুন্য থেকে ২ বছর বয়স পর্যন্ত যে সব শিশুদের বয়স অনুযায়ী টীকা দেওয়া হয় নি সেসব শিশুদের টীকা দেওয়া হবে। ২ বছর ৫ বছর বয়স পর্যন্ত যেসব শিশুরা এম. আর. ২ টীকা, ডি.পি.টি বুস্টার ডোজ, জে-ই ২ টীকার ডোজ পায় নি, তাদের ডিপিটি এবং ওপিভি টীকার ডোজ দেওয়া হবে। যেসব গর্ভবর্তী মহিলারা টিটেনাস টক্সায়েড টীকার ডোজ পায় নি, এই কর্মসূচিতে তাদেরও টীকা দেওয়া হবে। মিশন ইন্দ্ৰধনুষ এর প্রথম রাউন্ড হবে আগামী ৭ই আগস্ট ২০২৩ থেকে ১২ই আগস্ট ২০২৩ দ্বিতীয় রাউন্ড হবে ১১ই সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৬ ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এবং তৃতীয় রাউন্ড হবে ৯ ই অক্টোবর ২০২৩ থেকে ১৪ ই অক্টোবর ২০২৩ পর্যন্ত।
0 মন্তব্যসমূহ