আগরতলা, ১৩ জুলাই: উদয়পুরের মাতাবাড়ি সংলগ্ন কল্যাণ সাগরে নর মুন্ডু উদ্ধারের ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ। এই বিষয়টি নিয়ে গোমতী জেলার জেলাশাসক প্রাথমিক একটি রিপোর্ট দিয়েছেন। ইতিমধ্যে মন্দিরের আশপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখা হয়েছে। কল্যাণ সাগরের জলাশয়েও তল্লাশি করা হয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত রহস্য জানতে পুলিশ সুষ্ঠু তদন্ত করছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এদিন প্রথম বেলায় প্রশ্নোত্তর পর্ব শেষে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আজকের প্রভাতী দৈনিক পত্রিকায় কল্যাণ সাগরে নর মুন্ডু উদ্ধারের ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রীর নজরে আনেন তিনি। এরপরই জবাবী বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, গোমতী জেলার জেলাশাসক এবিষয়ে একটি রিপোর্ট দিয়েছেন। গোটা ঘটনাটি নিয়ে অবহিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কোথা থেকে এবং কিভাবে এই নর মুন্ডু কল্যাণ সাগরের দীঘিতে এলো সেটা সুষ্ঠুভাবে তদন্ত করছে পুলিশ। এই পর্যায়ে সিসি ক্যামেরা খতিয়ে দেখা সহ পারিপার্শ্বিক বিষয়গুলি তদন্ত করছে পুলিশ। গতকাল জলাশয়ে তল্লাশি চালিয়েছে প্রশিক্ষিত জওয়ানরা। গোটা ঘটনার রহস্য উন্মোচনে প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা করা হবে বলেও সভায় আশ্বাস দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এর পাশাপাশি এই ঘটনায় ধর্মীয় রীতিনীতি মেনে ৪২ দিনের জন্য কল্যাণ সাগরে সাধারণ মানুষের আনাগোনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ