Advertisement

Responsive Advertisement

১.৫ কোটি টাকার ফেন্সিডিল আটক করলো আমবাসা পুলিশ


আগরতলা, ৩ জুলাই : রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে সাড়া দিয়ে পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। প্রতিদিনের মত সোমবার ধলাই জেলার অন্তর্গত আমবাসা থানার পুলিশ স্থানীয় কাঁঠালবাড়ী এলাকায় ৮নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের রুটিন তল্লাশি চালাচ্ছিল। তখন বহি:রাজ্য থেকে আগরতলাগামী একটি সিমেন্ট বুঝাই ট্রাকে তল্লাশি করার সময় সিমেন্টের ব্যাগের তলা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার হয়। সব মিলিয়ে এই ট্রাকে এদিন ১৯,৫৭৫বোতল ফেন্সিডিল ছিল। এগুলোকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেই সঙ্গে ট্রাকের সহচালককেও গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে এডিপিএস আইনে মামলা করা হয়েছে। একদিন আটককৃত নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল গুলির কালো বাজারে মূল্য প্রায় ১.৫কোটি টাকা। মাত্র চার দিন আগে ধোলাই জেলার পুলিশ গত বৃহস্পতিবার প্রায় ১৪ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ নেশা সামগ্রীর হেরোইন সহ দুইজন নেশা কারবারিকে আটক করে ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ