Advertisement

Responsive Advertisement

প্রয়াত বিধায়কের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: বক্সনগর বিধানসভা কেন্দ্রের সদ্য প্রয়াত বিধায়ক সামসুল হকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শুক্রবার সিপাহীজলা জেলার একাধিক জায়গায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দেন তিনি। এরপর বিকেলে বক্সনগরে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী প্রয়াত বিধায়কের বাসভবনে গিয়ে তাঁর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। আত্মীয় পরিজনদের সমবেদনা জানানোর পাশাপাশি রাজ্য সরকার তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু সময় প্রয়াত বিধায়কের বাড়িতে থাকেন তিনি। 
উল্লেখ্য, গত ১৮ জুলাই গভীর রাতে আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স সংলগ্ন বিধায়ক আবাসে শারীরিক অসুস্থ হন বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক সামসুল হক। পরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বিধায়কের আচমকা প্রয়ানের খবর পেয়ে গভীর শোক ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এরপর শুক্রবার স্বশরীরে প্রয়াত নেতার বাড়ি হাজির হন মুখ্যমন্ত্রী। 
এদিন প্রয়াত বিধায়কের বাড়িতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা ও মন্ডল স্তরের নেতৃত্ব সহ প্রশাসনের আধিকারিকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ