Advertisement

Responsive Advertisement

প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান স্পন্দন সামাজিক সংস্থার

 আগরতলা, ২৬ জুলাই: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্পন্দনের অভিনব পদ্ধতিতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনের সচেতনতামূলক শিবির শুরু হচ্ছে স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে ২৮ জুলাই থেকে এই কর্মসূচী শুরু হবে। স্কুলে স্কুলে এই অভিযান চলবে। ২৮ শে জুলাই চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এ প্রথম এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের সহযোগিতায়। ২০০জন ছাত্র ছাত্রী এই সচেতনতামূলক শিবিরে অংশগ্রহণ করবে।
সচেতনামূলক শিবির কে আকর্ষণীয় করার তোলার জন্য স্পন্দন সামাজিক সংস্থার মেম্বাররা নানা ধরনের অনুষ্ঠান নিয়ে হাজির হবে। বিশেষত প্লাস্টিক বর্জনের উপরে বক্তব্য কুইজ, শ্রুতি নাটক, কবিতা ইত্যাদি দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা আকর্ষিত হয় এবং single ইউজ প্লাস্টিক বর্জনের জন্য প্রয়াস চালায়। স্পন্দন সামাজিক সংস্থার তরফ থেকে সেক্রেটারি ড: হৈমন্তী ভট্টাচার্যী এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের এবং সচেতন নাগরিকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্লাস্টিক দূষণের কুফল সম্বন্ধে জানার জন্য আহ্বান জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ