আগরতলা, ১৪ জুলাই: শুক্রবার দক্ষিণ জেলা সফরে গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রশাসনিক কাজের অংশ হিসেবে এদিন কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও সাক্ষাত করে কথা বলেন তিনি। জেনে নেন তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে। সেই সঙ্গে প্রশাসনের আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এদিন দক্ষিণ জেলার সাতচাঁদ ব্লকের সিন্ধুকপাথর ভিলেজের ছাগরাপাড়ায় প্রশাসনের আধিকারিকদের সাথে যান মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে জনজাতি অংশের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন ডা: সাহা। বিভিন্ন বিষয়ে কথা বলেন তাদের সঙ্গে। রাজ্যের বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যে তাদের পাশে রয়েছে সেসম্পর্কে আশ্বস্ত করেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ পাওয়া সুবিধাভোগীদের ঘরও দেখতে যান মুখ্যমন্ত্রী৷ সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার, মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ, জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং, সাতচাঁদ ব্লকের আধিকারিক অনুপম দাস সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ