Advertisement

Responsive Advertisement

মেধাবী দরিদ্র ছাত্রের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ৩১ জুলাই: দারিদ্রতা কখনোই মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষালাভের ক্ষেত্রে অন্তরায় হতে পারে না। আবারও এই দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
খোয়াই জেলার লালছড়ার মেধাবী ছাত্র অঙ্কিত পাল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করে এবং রাজ্য সরকারের 'সুপার থার্টি' স্কীমের আওতায় কোটায় কোচিং নিয়ে আইআইটি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পায় সে। 
কিন্তু পরিবারের আর্থিক দুর্বলতার কারণে একপ্রকার অনিশ্চয়তায় মধ্যে চলে যায় এই মেধাবী ছাত্রটির ভবিষ্যৎ।
আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অঙ্কিত মায়ের সাথে এসে এবিষয়ে আর্থিক সাহায্যের আর্জি জানায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রটির উচ্চশিক্ষার ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তিতে এই মেধাবী ছাত্র এবং তাঁর পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ