Advertisement

Responsive Advertisement

পশ্চিম ত্রিপুরা জেলায় আয়োজিত হল কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে পাঁচদিন ব্যাপী কর্মশালা


আগরতলা, ১৯ জুলাই : আগরতলায় চলছে পশ্চিম ত্রিপুরা জেলায় কমিউনিটি হেলথ অফিসারদের একটি প্রশিক্ষণ শিবির। চলবে ২১শে জুলাই ২০২৩ পর্যন্ত। এই পাঁচদিনে জেলার অধীন কমিউনিটি হেলথ অফিসারদের পাঁচটি ব্যাচ প্রশিক্ষণ পাচ্ছে। প্রতি ব্যাচে রয়েছেন ৪০ জন করে সি.এইচ.ও। মূলত কায়াকল্প প্রকল্প এবং স্বচ্ছ ভারত অভিযানের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত হেল্থ এন্ড সেন্টারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ইনফেকশন কন্ট্রোল করার পদ্ধতি এবং প্রত্যেকটি হাসপাতাল পরিষ্কার পরিছন্ন রাখার উপায় গুলো এই প্রশিক্ষন শিবিরে বিস্তারিত ভাবে আলোচনা হচ্ছে। জেলার অধীন একটি বেসরকারী প্রতিষ্ঠানের কনফারেন্স হলে চলছে এই প্রশিক্ষণ শিবির। জেলার কোয়ালিটি অ্যাসুরান্স নোডাল অফিসার ডা: সুখেন্দু নাথ এই প্রশিক্ষণ শিবিরের মূল দ্বায়িত্বে রয়েছেন। এছাড়াও জেলার অন্যান্য আধিকারিকরাও এই প্রশিক্ষণ শিবিরে মূল বিষয়গুলোর উপর বিস্তারিত তথ্য তুলে ধরছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ