Advertisement

Responsive Advertisement

মনিপুরে নারী নির্যাতনের প্রতিবাদে আগরতলায় মৌন মিছিল

আগরতলা,৩০ জুলাই : মনিপুর রাজ্যের জাতিগত হিংসা মহিলাদের উপর নির্যাতন বন্ধের আহ্বানে এবার সরব হল CCBI কমিশন ফর ওমেন্স'র আগরতলা শাখা। তাদের এই আহ্বানের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলায় এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি রাজধানীর কুঞ্জবন এলাকার পুরাতন রাজ ভবনের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এসেছে শেষ হয়। হাতে মোমবাতি নিয়ে সামিল এই মৌন মিছিলে সামিল হয়ে ছিলেন সকালে। 
তাদের তরফের বুদ্ধিজীবী থেকে শুরু করে আগরতলা সকল স্তরের সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখা হয় মৌন মিছিলে শামিল হওয়ার জন্য। এই আহবানে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন স্কুল স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্ব সহায়ক দলের সদস্য সদস্যারা এতে শামিল হয়েছিলেন। আয়োজকদের তরফে এদিন মিছিল থেকে আহ্বান রাখা হয় মনিপুরে যাতে দাঙ্গা বন্ধ হয়, শান্তি ফিরে আসে এবং মহিলাদের উপর নির্যাতন বন্ধ হয়। শুধুমাত্র মনিপুর রাজ্যই নয় পৃথিবীর কোন প্রান্তেই যেন নারীদের উপর নির্যাতন না হয় এই আহ্বান রাখেন তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ